Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জীবন গড়ার শ্রেষ্ঠ্র শিড়িঁ হল “উদ্যোক্তা”
বিস্তারিত

স্বপ্ন পূরণে সব চেয়ে উত্তম পন্থা হল সেবা প্রদানের মাধ্যমে জীবিকা অর্জন করা। এসব বিভিন্ন বাঁধ ভাঙ্গা বানী দিয়ে শুর হয়েছিল আজ রংপুর জেলায় সর্ব প্রথম মতবিনিময় সভা।বন্ধুরা চলুন একটু চক্ষ বুলাই মূল আলোচনায়।

  

মাননীয় এডিসি মহোদয় জনাব, মো. মিজানুর রহমান (মিজান) স্যারের একান্ত ব্যক্তি উদ্যোগে ছুটির দিনে একটি কার্য্যকরী দিন অতিবাহিত হয়ে গেল পরস্পর মতবিনিময়ের মাধ্যমে।আমরা কখনও ভাবিনী যে, এরকম শান্তি পূর্ণ্য ভাবে বন্ধু সুলভ আচরনে স্যারের কাছাকাছি বসে মনের আবেগ অনুভূতি গুলো প্রকাশ করতে পারবো। কিন্তু অনেক দেরীতে হলে তা প্রকাশ করতে পেরে আমরা খুব খুশি। উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা, সমাধান, সাফল্য, অগ্রগতি, বাস্তবতা, দৃষ্টান্ত ইত্যাদি বিষয় নিয়ে ১৫০মিঃ আলোচনায় স্থান পায়।

 

    

     স্যারের বাণী-আমরা কেউ কারো প্রয়োজন নই।আমি আপনি কেউ এখানে থাকবো না।কিন্তু এই সময় এই আয়োজন এই চাহিদা প্রয়োজনের তাকিদে থাকবে।পরিবর্তনই এই জীবনের ধর্ম। আমরা কি পারিনা পূণ্য প্রস্তুতি নিয়ে মাঠে নামতে? আসলই পারি, কিন্তু আমরা উষমানী মুরগীর মত ঝিঁম পারছি। ঝিমে থাকার দিন শেষ।আমি আশা করি আগামী ৩/৪ মাসের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। আমি এখানে কত টাকা পাই তার চেয়ে একজন সফল উদ্যোক্তা বেশী আয় করে।উল্লেখ্য এখানে স্যার বেশ কিছু উদ্যোক্তাদের নাম প্রকাশ করেন। বিশেষ করে দিনাজপুর জেলার কয়েকজন, যাদের সাথে স্যারে এখনও কথা হয়।

 

     পরবর্তী পরিকল্পনা-দু, একদিনের মধ্যেই ই-মেইল ও ব্লগের মাধ্যমে প্রকাশ করবেন।

এছাড়াও সরকারের আরো যে সকল সেবা দোর গোড়ায় দেওয়া যায় তা অবশ্যই নিশ্চত করবো যদি তোমরা আমার সাথে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসন ত্যাগ করেন, সবার প্রাণ প্রিয় এডিসি স্যার।

 

মোঃ শরিফুল ইসলাম শরিফ

উদ্যোক্তা

১৩নং রামনাথপুর ইউনিয়ন পরিষদ

পীরগঞ্জ, রংপুর।

মোবাইল নং-০১৭৫১-২০৫১৫২

e-mail ID-Shariful2021@gmail.com

Skype ID-shariful22

ডাউনলোড
প্রকাশের তারিখ
19/06/2013