Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি”
বিস্তারিত

বাংলাদেশকে অপার সম্ভাবনার আইসিটি বাজারে বৈদেশিক আয়ের সুযোগ গ্রহণ করতে হলে এখনই দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জনগণের দোরগোড়ায় সরকারী সেবা পৌঁছে দেয়া, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও আন্তর্জাতিক আইসিটি বাজারে এ দেশীয় শিল্পের প্রবেশের সুযোগ সৃষ্টির জন্য “জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি” (NMADACBP) গ্রহণ করেছে। ২। এ কর্মসূচির অংশ হিসেবে ৫ দিন ব্যাপী এনড্রয়েড প্লাটফর্মে মোবাইল অ্যাপ্লিকেশন নির্মান প্রশিক্ষণ কোর্সে কোন জেলা থেকে প্রশিক্ষণে অংশগ্রহণে ইচ্ছুক প্রাথীদের প্রোগ্রাম বিষয়ে দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে। কেবলমাত্র মেধানুসারে উত্তীর্ণ প্রার্থীগণ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য এ দপ্তর থেকে ই-মেইল/এস.এম.এস বার্তা পাবেন। যেখানে প্রার্থীর পছন্দ অনুযায়ী প্রশিক্ষণের স্থান, তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে। লক্ষ্য করা গেছে যে, প্রশিক্ষণার্থীগণ ঢাকায় অবস্থান করার কারণে ঢাকার কোন উপযুক্ত স্থানে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছা পোষণ করে থাকেন। সে অনুযায়ী বিভিন্ন জেলার প্রশিক্ষণার্থীদের ঢাকায় প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা ও রাখা হয়েছে। ৩। প্রশিক্ষণ সংক্রান্ত (ওয়েব সাইট লিংক, রেজিষ্ট্রেশন, স্কিল টেস্ট ইত্যাদি) সহায়তা পাওয়ার জন্য http://www.nationalappsbd.com এই ওয়েবসাইটটি ভিজিট করুন অথবা কর্মসূচির হেল্প লাইনে (মোবাইল: ০১৮১৯-৮৮২৫০১, ই-মেইল: asif@mcc.com.bd) যোগাযোগ করা যেতে পারে। ৪। উপর্যুক্ত বিষয়ে তাঁর জেলার ন্যূনতম ২০০ জন প্রার্থী প্রশিক্ষণের অনলাইন স্কিল টেস্টে অংশগ্রহণ করা আবশ্যক বিধায় জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়/কলেজ/পলিটেকনিশিয়ান ইনস্টিটিউট ও অন্যান্যদের মাঝে ব্যাপকভাবে প্রচার/অবহিতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। উল্লেখ্য, টেস্টে উত্তীর্ণ ৩০ জন প্রার্থীর তালিকা পরবর্তীতে জানানো হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রার্থীদের http://www.nationalappsbd.com/?page id=888 এই লিংকে প্রবেশ করে ২টি স্টেপ অনুসরণ করতে হবে। (স্টেপ-১ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে স্টেপ-২ এ ক্লিক করে ২০ মিনিটের একটি স্কিল টেস্ট দিতে হবে)। ব্যাপক প্রচার/অবহিতকরণের নিমিত্তে নিম্নলিখিত পদক্ষেপ নেয়া যেতে পারে। বিজ্ঞাপনটি ব্যাপকভাবে শেয়ার করুন আর নিজেও প্রশিক্ষণ নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করুন।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
06/02/2014