Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইন্টারনেট ব্যাংকিং চাকুরী সুযোগ.উক্ত আবেদন ফরম ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে পূরন করা যাবে-
বিস্তারিত

নিয়োগ বিজ্ঞপ্তি

এশিয়া ই-ব্যাংকিং (Internet Banking) রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল,চট্টগ্রাম, সিলেট, ও ঢাকা বিভাগের নিম্নবর্ণিত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

প্রার্থীদের বয়সসীমাঃ ১৫/০৪/২০১৪ ইং তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন করার পদ্ধতিঃ
(ক) আগ্রোহী প্রার্থীদের আগামী ১৫/০৪/২০১৪ ইং তারিখের মধ্যে অত্র এশিয়া ই- ব্যাংকিং এর ওয়েব সাইট (http://www.asiaebanking.com) এ Online Application Form পুরনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর ফরম পূরনের নির্দেশিকা ( অত্র ওয়েবসাইটে দেওয়া আছে ) মোতাবেক যথাসময়ে পূরন করতে হবে।
(খ) আবেদন ফরম, www.asiaebanking.com এ পাওয়া যাবে, উক্ত আবেদন ফরম ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে পূরন করা যাবে।
(গ) নিয়োগ বিজ্ঞপ্তি উক্ত ওয়েরসাইটে পাওয়া যাবে।
(ঘ) নিয়োগ পরীক্ষার নির্ধারিত ফী ২৫০/- (কমিশন ও ভ্যাট ব্যাতিত) আবেদনকারি তার বিকাশ একাউন্ট থেকে জমা দিতে হবে।
(ঙ) নির্ধারিত ফী জমা দেওয়ার বিকাশ হিসাব b¤^i উক্ত ওয়েব সাইটে পাওয়া যাবে।
(চ) ফি জমার পর প্রার্থী তার মোবাইলের sms এর মাধ্যমে একটি Tracking Number/Password পাবেন।
(ছ) প্রার্থী উক্ত Tracking Number/Password দ্বারা পরবর্তিতে তার প্রবেশ পত্র Download করে প্রিন্ট করে নিবেন। প্রবেশপত্র ওয়েব সাইটে দেওয়ার বিষয়টি প্রার্থীর মোবাইলে sms এর মাধ্যমে জানানো হবে।
(চ) লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল sms এর মাধ্যমে, ওয়েব সাইটে ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
(ছ) প্রার্থীদেরকে প্রাথমিক ভাবে কোন কাগজপত্র প্রেরন করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহনের পর কেবল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়েজনিয় দলিলাদি আহবান করা হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষ তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে প্রদত্ত তথ্যের গরমিল লক্ষ করা গেলে প্রার্থীতা বাতিল হবে।

**********বিস্তারিত জানতে ক্লিক করুণ-http://www.asiaebanking.com/notice.php

শরিফ-UISC

পীরগঞ্জ-রংপুর।

ডাউনলোড
প্রকাশের তারিখ
12/02/2014