Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ

১৩নং রামনাথপুর ইউনিয়ন পরিষদ

পীরগঞ্জ,রংপুর।

উপস্থিত সদস্যদের নামঃ                স্থানঃ ইউপি অফিস       তারিখঃ 22/02/2023খ্রি.

ক্র.নং সদস্যদের নাম পরিচয় পদবী স্বাক্ষর
মোঃ ছাদেকুল ইসলাম চেয়ারম্যান সভাপতি  
মোছাঃ মাহমুদা বেগম সংরক্ষিত সদস্য সদস্য  
মোছাঃ হোসনেয়ার বেগম(শিল্পী) সংরক্ষিত সদস্য সদস্য  
মোছাঃ ছামছুন্নাহার বেগম সংরক্ষিত সদস্য সদস্য  
মোঃ শাহ জালাল মিয়া ইউপি সদস্য সদস্য  
মোঃ রতন মিয়া ইউপি সদস্য সদস্য  
মোঃ আমিনুল ইসলাম ইউপি সদস্য সদস্য  
মোঃ মাহফুজার রহমান ইউপি সদস্য সদস্য  
মোঃ জহুরুল ইসলাম(ছাদেক) ইউপি সদস্য সদস্য  
১০ মোঃ শরিফুল ইসলাম ইউপি সদস্য সদস্য  
১১ মোঃ ফজলুল হক ইউপি সদস্য সদস্য  
১২ মোঃ ছামছুল হক ইউপি সদস্য সদস্য  
১৩ মোঃ জহুরুল ইসলাম ইউপি সদস্য সদস্য  
১৪ মোঃ হাসানুজ্জামান ইউপি সচিব সদস্য সচিব  

আলোচ্য সূচিঃ

১। গত সভার মন্তব্য পঠন ও অনুমোদন।

২। মার্তৃত্ব কালীন ভাতার তালিকা প্রেরণ প্রসঙ্গ।

৩। ২০২২-২৩ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি.আর, কাবিটা ও কাবিখা ২য় পর্যায় প্রকল্প গ্রহণ ও কমিটি দাখিল।

৪। বিবিধ।

     অদ্যকার আলোচনা সভা সভাপতি জনাব মোঃ ছাদেকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে আরম্ভ করা হইল।

১নং আলোচ্য বিষয়ে, গত সভার মন্তব্য পঠন ও তাহা দৃঢ়ীকরন করা হইল।

    ২নং আলোচ্য বিষয়ের সূত্র ধরে, সভাপতি সাহেব উপস্থিত সকলকে জানান যে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মার্তৃত্ব কালীন ভাতার তালিকা প্রেরণের জন্য তাগিদ দিচ্ছেন। তাই অতি দ্রুত চলতি মাসের তালিকা সহ প্রেরণ করতে হবে।

    উপস্থিত সকল সদস্য সভাপতির বক্তব্য শ্রবান্তে সর্বসম্মতিক্রমে তালিকা প্রেরণের জন্য সিন্ধন্ত নেন।

৩নং আলোচ্য বিষয়ে তিনি আরও জানান যে, ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২য় পর্যায় টি.আর, কাবিটা ও কাবিখা বরাদ্দ পাওয়া গেছে। উক্ত বরাদ্দের বিপরীতে প্রকল্প ও কমিটি দাখিল করা প্রয়োজন। উপস্থিত সদস্যগণ সভাপতির বক্তব্য শ্রবণান্তে প্রকল্প গ্রণহ ও কমিটি গঠন করেন।

৪নং আলোচ্য বিষয়ে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য সমাপ্ত  ঘোষণা করনে।